Homeসিম ও মোবাইল ব্যাংকিংনগদ একাউন্ট দেখার নিয়ম, কোড, ক্যাশ আউট চার্জ জানুন 2024

নগদ একাউন্ট দেখার নিয়ম, কোড, ক্যাশ আউট চার্জ জানুন 2024

অনেকেই জানে না নগদ একাউন্ট দেখার নিয়ম। নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়। নগদ কাস্টমার কেয়ার নাম্বার । নগদ কোড নাম্বার। নগদ একাউন্ট দেখার নিয়ম কোড নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়। নগদে টাকা দেখার নিয়ম নগদে ক্যাশ আউট চার্জ কত। তাই আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানাব নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে।

বর্তমানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা নগদ একাউন্টে প্রদান করা হয়। অনেক গার্মেন্টস ও কোম্পানির বেতন মোবাইল ব্যাংকিং সিসটেম নগদের মাধ্যমে দেওয়া হয়ে থাকে । নগদের ক্যাশ আউট চার্জ কম হওয়ার কারণে নগদ একাউন্ট অনেক জনপ্রিয়।

নগদ একাউন্ট ২ উপায়ে দেখা যায়।

১.কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখা

২.এপস এর মাধ্যমে নগদ একাউন্ট দেখা

google newsগুগল নিউজে আমাদের ফলো করুন

অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

প্রথমে প্লেস্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর নিচের নির্দেশনা গুলো অনুসরণ করতে হবে।

১. মোবাইল নাম্বার টি লিখুন

নগদে টাকা দেখার নিয়ম

২.পিন নাম্বার টি দিয়ে লগ ইন করুন

অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

৩.লগ ইন হয়ে গেলে ব্যালেন্স জানতে ট্যাগ করুন অপশনে ক্লিক করুন

নগদ একাউন্ট দেখার নিয়ম (1)

এভাবে আপনি অ্যাপটির মাধ্যমে নগদ ব্যালেন্স জানতে পারবেন।

মোবাইলে কোড ব্যাবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম

স্মার্ট ফোন অথবা বাটন ফোন ব্যবহার করে আপনি নিচের নির্দেশনা অনুসণ করে  নগদ একাউন্ট দেখতে পারবেন।

১.প্রথমে *১৬৭# ডায়াল করতে হবে

২.My nagad ৭  নং অপশনে আছে তাই 7 লিখে send চাপুন

৩.এবার 1 লিখে send বাটনে ক্লিক করুন

মোবাইল কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম

৪.তারপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার টি দিয়ে send করলেই আপনার ডিসপ্লেতে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

নগদে ক্যাশ আউট চার্জ কত

নগদ হল বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। নগদ হল দেশি ব্যাংকিং প্রতিষ্টান। তাই নগদে ক্যাশ অউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর চেয়ে অনেক কম।

নগদ এপ্স ব্যবহার করে নগদের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১২.৫০ টাকা। এবং বাটিন ফোন  বা ইউএসএসডি কোড ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টা ।নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টাকা ।

নগদ কাস্টমার কেয়ার অনলাইন নাম্বার জানুন

নগদ একাউন্টের যে কোন সমস্যার জন্য নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন।নগদ কাস্টমার কেয়ার নাম্বার হল ১৬১৬৭ এবং ০৯৬০৯৬১৬১৬৭।

নগদ কাস্টমার কেয়ার ইমেইল

আপনি জিমেইল বা ইমেইল ব্যবহার করেও নগদ কাস্টমার কেয়ার এর সেবা নিতে পারবেন। নগদ কাস্টমার কেয়ার এর ই-মেইল হল

Email: [email protected].

Email: [email protected].

RELATED ARTICLES

Most Popular

Recent Comments