অনেকেই রকেট একাউন্ট চেক করার কোড জানে না। বাংলাদেশ অন্যত্তম ব্যাংকিং সেবা ডাচবাংলা ব্যাংকের একটি সেবা রকেট মোবাইল ব্যাংকিং। বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচব্যাংলা ব্যাংক। যার নাম হল রকেট। রকেট এর মাধ্যমে আপনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ১ সেকেন্ডের মধ্যে লেনদেন করতে পারবেন।
রকেট একাউন্ট দুই পদ্ধতিতে কাজ করে । মোবাইলে কোড ডায়াল করে এবং রকেট অ্যাপের মাধ্যমে। অনেকেই জানে না রকেট একাউন্ট চেক করা কোড। আপনি স্মার্টফোন কিংবা বাটন ফোনের মাধ্যমে কোড ডায়াল করে রকেট এর সকল সেবা উপভোগ করতে পারবেন। তাই আজকে আমরা জানাব রকেট একাউন্ট চেক করার কোড।
রকেট একাউন্ট চেক করার কোড
রকেট একাউন্ট চেক করার কোড হলো *৩২২#। আপনি স্মার্টফোন কিংবা বাটন ফোনে এই কোডটি ডায়াল করে রকেট মোবাইল ব্যাংকিং এর সকল সেবা উপভোগ করতে পারবেন। *৩২২# এই কোড এর মাধ্যমে রকেট ব্যবহার করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পে-বিল, ইন্টারনেট এর বিল পরিশোধ করতে পারবেন।
রকেট একাউন্ট চেক করার কোড কেন গুরুত্বপুর্ণ
আপনি যদি রকেট একাউন্ট চেক করার কোড না জানেন , তাহলে আপনি বাটন ফোন ব্যবহার করে রকেটের সেবা সমূহ উপভোগ করতে পারবেন না। রকেট এর কোড টি জানা থাকলে আপনি বাটন ফোন ব্যবহার করেই রকেটের মাধ্যমে কেনা কাটা ,মোবাইল রিচার্জ , ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারবেন।
*৩২২# এই কোডটি ডায়াল করে আপনি রকেটের সকল সেবা উপভোগ করতে পারবেন। রকেটে ক্যাশ আউট চার্জ অনেক কম । রকেটের মাধ্যমে আপনি খুব সহজে ক্যাশ আউট করতে পারবেন।
আরো পড়ুনঃ নগদ একাউন্ট চেক করার কোড
রকেট ব্যালেন্স চেক
রকেটের ব্যালেন্স চেক করার দুই পদ্ধতি রয়েছে। আপনি অ্যাপ ব্যাবহার করেও ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা বাটন ফোনের মাধ্যমে *৩২২# কোডটি ডায়াল করেও ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য আপনাকে যেটি করতে হবে । প্রথমে *৩২২# ডায়াল করতে হবে । এরপর my account 5 এ আছে তাই 5 ডায়াল করে সেন্ড বাটনে ক্লিক করে আবার blance equity 1 এ আছে তাই 1 ডায়াল করে সেন্ড এ ক্লিক করলে ব্যলেন্স দেখা যাবে।
রকেট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
মোবাইলে কোড ডায়াল করে আপনি রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে *৩২২# ডায়াল করে রকেট একাউন্টে প্রবেশ করতে হবে । এর পর 3.top up আছে তাই 3 ডায়াল করে সেন্ড করতে হবে। এরপর আবার 1. top up আছে 1 ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে। এরপর দুইটি অপশন পাবেন।
1.self
2.other
আপনি যদি যে সিম এ আপনার রকেট একাউন্ট আছে সেই সিম এ রিচার্জ করতে চান তাহলে 1 ডায়াল করে সেন্ড করতে হবে , এর পর মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে । এরপর আপনার মোবাইল নাম্বার টা দিয়ে পরে আপনার রিচার্জের পরিমান দিয়ে আপনার রকেটের পিন নাম্বার টা দিয়ে দিলে আপনার মোবাইল রিচার্জ সম্পন্ন হবে।
আবার আপনি যদি অন্য সিমে রিচার্জ করতে চান তাহলে 2. other আছে 2 ডায়াল করে বাকি নির্দেশনা গুলো অনুসণ করে আপনি অন্য সিমে রিচার্জ করতে পারবেন।