Homeনির্বাচনস্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা করে নৌকার প্রার্থী ,আহত ১০

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা করে নৌকার প্রার্থী ,আহত ১০

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মিছিলে বোমা হামলা। এতে অনতত ১০ জন আহত হয়েছেন। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪.৩০ এর দিকে লক্ষ্মীপুরে এই ঘটনাটি ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা করে নৌকার প্রার্থী ,আহত ১০

জানা গেছে , বিকেল বেলা তাহমিনা বেগমের পক্ষের লোকজনেরা মিছিল নিয়ে বের হয়। সেই সময়ে মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকেরা তাদের বাধা দেয়। কিছুক্ষনের মধ্যে মিছিলে অতর্কিত হাত বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা আভিযোগ করে।

এ সময় দু দলের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন,” বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করেন নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। “

RELATED ARTICLES

Most Popular

Recent Comments